• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 ছয়দফা দাবিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংবাদ সম্মেলন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০২ পিএম;
 ছয়দফা দাবিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংবাদ সম্মেলন
 ছয়দফা দাবিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংবাদ সম্মেলন

 ছয়দফা দাবিতে ক্ষতিগ্রস্ত
গ্রামবাসীর সংবাদ সম্মেলন
দ্রুত  দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন-সংগ্রামের হুশিয়ারী
.


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন ক্ষতিগ্রস্ত বৈগ্রাম ও কাশিয়াডাঙ্গা গ্রামবাসী। 
    বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বৈগ্রাম ও কাশিয়াডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি গোলাম মোস্তফা।
.


তিনি বলেন, ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে ভূগর্ভে ডিনা মাইট বিষ্ফোরণের কারণে বৈগ্রাম ও কাশিয়াডাঙ্গা গ্রামের ঘরবাড়ীতে ব্যাপক আকারে কম্পন হয়। এতে রাতে আতঙ্ক উৎকন্ঠায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতে হচ্ছে। কম্পনে ঘরবাড়ীতে ব্যাপক আকারে ফাটল দেখা দিয়েছে। এতে রাতে কম্পন শুরু হলে ঘরবাড়ী ভেঙ্গে পড়তে পারে এমন আশঙ্কায় পরিবার পরিজন নিয়ে ঘরের বাইরে রাত কাটতে বাধ্য হচ্ছেন গ্রামবাসী। বিষয়গুলো খনি কর্তৃপক্ষকে ইতোপূর্বে জানিয়েইও তেমন কোনো কাজ না হওয়ায় চলতি বছরের ২২ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে একটি লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। যাতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষয়ক্ষতির পরিমাণ সার্ভেয়ারের মাধ্যমে নিরূপণ করে ক্ষতিপূরণ দাবি করা হয়। এরপরও খনি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ছয়দফা দাবি খনি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছিল। সেই ছয়দফা দাবিও পূরণ করেননি কর্তৃপক্ষ। .

 .

গ্রামবাসীর ছয়দফা দাবির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবার থেকে খনিতে চাকরির সুযোগ দেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত পুনর্বাসন করা, ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের উন্নত মানের বাসস্থান নির্মাণ করা, ক্ষতিপূরণের অর্থ দ্রুত প্রদান কর, ক্ষতিগ্রস্তদের জন্য বিশুদ্ধ পানীয় জনের ব্যবস্থা করা, এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ হাসপাতাল নির্মাণ করা এবং যাতের জমির নিচে থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদেরকে কয়লার অংশীদারিত্ব দেওয়া দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ করা না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এতে খনির উৎপাদন ও উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি হলে এরজন্য খনি কর্তৃপক্ষ দায়ি থাকবেন। কারণ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দিন দিন বিক্ষুদ্ধ হয়ে উঠছেন। তবে বিষয়গুলো মানবিক দৃষ্টিতে দেখে গ্রামবাসীর জীবন ও জীবিকা নিরাপদ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খনিজ ও জ্বালানী প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।.


    এ সময় ক্ষতিগ্রস্ত বৈগ্রাম ও কাশিয়াডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. সাদেকুল ইসলাম, মো. মেনাজুল হকসহ শতাধিক নেতাকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। .


বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (জিএম-সার্ফেস অপারেশন) এটিএম নূরুজ্জামান বলেন, বৈগ্রাম ও কাশিয়াডাঙ্গা গ্রাম দু’টি খনি এলাকা থেকে অনেক দূরে। ওই গ্রামগুলোর লোকজনকে কোন প্রকার ক্ষতিপূরণ সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা খনি কর্তৃপক্ষের নেই।  .


বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালন (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে তার দাপ্তরিক মুঠোফোন ০১৩১৩ ৭০০৪৪০ নম্বরে ফোন করা হলে ফোনে রিং বাজলেও তিনি সেটি গ্রহণ না করায় এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ